নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৭০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ আব্দুল গফুর মোল্লাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করেছে পুলিশ। গতরাতে গ্রেফতারের পর আজ রবিবার বিকেলে অভিযুক্ত গফুর মোল্লাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল গফুর মোল্লা উপজেলার খামার নাচকৈড় খোয়ারপাড়া মহল্লার মৃত আহাদ আলী মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন মামলার এজাহার সুত্রে বলেন, গতকাল শনিবার দুপুরে খামার নাচকৈড় খোয়ারপাড়া মহল্লার লিচু বাগানে ৬ বছর বয়সী এক শিশু তার সঙ্গীদের সাথে খেলা করছিল। এ সময় প্রতিবেশী আব্দুল গফুর মোল্লা ওই শিশুকে ভয় দেখিয়ে লিচু বাগানে আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে শিশুটি রক্তাক্ত হয়ে পড়লে বৃদ্ধ গফুর মোল্লা পালিয়ে যায়। পরে শিশুটি বাড়ীতে গিয়ে তার মাকে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর রাতে পুলিশ গফুর মোল্লার বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। আজ রবিবার বিকেলে গফুর মোল্লাকে আদালতে প্রেরণ করা হলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।