নিজস্ব প্রতিবেদক:
নাটোরের গুরুদাসপুরের বিল হরিবাড়ী গ্রামে খালের নালার কাদার মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১১ টার দিকে উপজেলার বিল হরিবাড়ী গ্রামের আমলাতারি চক খালের নালার কাদার মধ্যে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন ও স্থানীয়রা জানান, সকালে বিল হরিবাড়ী এলাকার একটি খালে কাদায় লেপটানো একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।