নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের গুরুদাসপুর থেকে ৩০ কেজি গাঁজা সহ ৩ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। ভোর রাতে উপজেলার সাধুপাড়া গ্রাম থেকে গাঁজা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফেতারকৃতরা হল,সাধুপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মোতালেব হক, মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মতিন ও আব্দুল মতিনের স্ত্রী মোছাঃ খাদিজা বেগম। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান র্যাব।
র্যাব -৫ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মওদুদ জানান ,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার সাধুপাড়া মহল্লার মোতালেব হকের বাড়ীতে অভিযান চালায় র্যাবের একটি দল। অভিযানকালে তাদের হেফাজত থেকে পলিথিনে মোড়ানো বড় ৬টি প্যাকেট ও ছোট ৫টি প্যাকেট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা সংরক্ষন এর অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে তাদের কাছে রাখে এবং পড়ে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সেগুলো আবার তারা বিক্রি করেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে গুরুদাসপুর থানায় সোপর্দ করা হয়েছে।