নাটোর প্রতিনিধি: নাটোরের তিনটি পৌরসভায় নির্বাচনে মেয়র পদে আওয়মী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বেসরকারী ভাবে যারা নির্বাচিত হয়েছেন তারা হচ্ছেন-নলডাঙ্গা পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনির, লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি এবং গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা।
নলডাঙ্গা পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মনিরুজ্জামান মনির পেয়েছেন ৩৬০০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী ধানের শীষ প্রতীকে বিএনপি’র আব্বাছ আলী নান্নু পেয়েছেন ১৯১০ভোট। লালপুর উপজেলার গোপালপুর পৌরসভায় নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি পেয়েছেন ৬৫৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী রেল ইঞ্জিন প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মঞ্জুরুল ইসলাম বিমল পেয়েছেন ৫১২৫ ভোট। অপরদিকে গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা পেয়েছেন ৭৬৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী নারিকেল গাছ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলাম বিপ্লব পেয়েছেন ৪৯৪৫ ভোট।
নলডাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম, গোপালপুরে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হাসিব বিন শাহাব এবং গুরুদাসপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার তমাল হোসেন বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন।