নিজস্ব প্রতিবেদক:
বাজার মুল্যের চেয়ে অতিরিক্ত মুল্য রাখার অপরাধে নাটোরের তিনটি প্রতিষ্ঠানে র্যাবের ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। জরিমানা দেওয়া প্রতিষ্ঠানগুলো শহরের নিচাবাজার সদর হাসপাতাল রোডের বিসমিল্লহ কালেকশন, কাপুরিয়াপট্টির সততা ক্লথ স্টোর ও কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকার আমানা বিগ বাজার।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ তাছমিনা খাতুন জানান , দীর্ঘ দিন ধরেই নাটোরের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভোক্তাদের সাথে প্রতারনা করে আসছে। সেখানে বলা হয় এই সকল প্রতিষ্ঠানে তাদের প্রতিষ্ঠানে এক দরে বিক্রয় সাইবোর্ড দিয়ে ক্রেতাদের কাছ থেকে অধিক মুল্য আদায় করে নিচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল আজ সন্ধ্যায় শহরের তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এসময় ওই সকল প্রতিষ্ঠানে মূল্য তালিকায় অনিয়মের সত্যতা পাওয়া যায়। পরে ওই তিনটি প্রতিষ্ঠানে মধ্যে বিস্্মিল্লাহ কালেকশনকে পঞ্চাশ হাজার টাকা, সততা ক্লথ স্টোরকে বিশ হাজার টাকা ও আমানা বিগ বাজারকে ত্রিশ হাজার টাকা সহ সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।