নাটোর প্রতিনিধি: সাধারণ মানুষের হয়রাণী ও মামলার জটিলতা কমাতে নাটোরের থানাগুলোতে জিডি এবং কেস ডকেট বই বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার লিটন কুমার সাহা তার কার্যালয়ে সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে এই জিডি এবং কেস ডকেট বই তুলে দেন। নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে ২১০ টি জিডি বই ও ৫ হাজার ৩শ টি কেস ডকেট বিতরণ করা হয়। জেলার সাতটি থানাতে দ্রুত এবং সুষ্ঠভাবে যাতে জিডি গ্রহণ করে মামলার নথি গুলো অন্তর্ভুক্ত করা হয় তার জন্যই এই কেস ডকেট এবং জিডি বই সরবরাহ করা হয়েছে। এতে করে মানুষের হয়রাণী কমার সাথে সাথে মামলার জটিলতাও কমবে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান।