স্টাফ রিপোর্টার:
নাটোরের দত্তপাড়া থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী জুয়েল রানাকে গ্রেফতার করেছে র্যাব-৫। শুক্রবার রাতে সদর উপজেলার দত্তপাড়া গ্রাম থেকে ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল রানা দত্তপাড়ার আমজাদ হোসেনের ছেলে। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল আহসান জানান , ইয়াবা ট্যাবলেট বিক্রয় করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দত্তপাড়া গ্রামে অভিযান চালায় র্যাবের একটি অপারেশান দল। এ সময় র্যাব সদস্যরা জুয়েল রানার সাথে কথা বলতে গেলে জুয়েল রানা অসংলগ্ন কথাবার্তা শুরু করে। পরে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ৪৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল রানা ঘটনাস্থলে উপস্থিত জনগনের সামনে স্বীকার করে সে ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে নিয়ে অবস্থান করছিলো। পরে গ্রেফতারকৃত জুয়েল রানার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়।