নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদে নির্বাচনে ভোট গ্রহন শেষে চলছে ভোট গননা। নির্ধারিত সময় সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়। একটানা চলে বিকেল ৪ টা পর্যন্ত। নির্ধারিত সময় শেষে প্রতিটি প্রিজাইডিং অফিসারের নেতৃত্তে পুলিশ পাহারায় কক্ষ থেকে ব্যালট বাক্স সংগ্রহ করে গননার কক্ষে নিয়ে যায় হয়। পরে সেখানে প্রিজাইডিং অফিসার ও প্রশাসনের সহযোগিতায় প্রার্থীর পোলিং এজেন্টদের মাধ্যমে ভোট গননা শুরু হয়।
রির্টানিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান জানান, শান্তিপুর্ণ পরিবেশে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন শেষ হয়েছে। গননা শেষে স্ব স্ব উপজেলা পরিষদ থেকে ফলাফল ঘোষণা করা হবে। তবে কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে এখন কোন তথ্য দিতে পারেননি তিনি।