করোনা সংক্রমন রোধে নাটোর পৌরসভা ও সিংড়া পৌরসভা এলাকায় সপ্তাহব্যাপী ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়ন করতে বৃহস্পতিবার সকাল ৬ টা থেকেই মাঠে রয়েছে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে গণপরিবহন ও মানুষদের চলাচল নিয়ন্ত্রণ করতে পুলিশ তৎপর রয়েছে। এরপরও সাধরণ মানুষ সামাজিক নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে অনিহা প্রকাশ করছে। এদিকে পৌর এলাকার বাহির থেকে আসা মানুষজন পড়েছে বিপাকে। পৌর এলাকার মধ্যে কোন যানবাহন না পেয়ে তাদের পায়ে হেঁটেই গন্তব্যে যেতে হচ্ছে। এছাড়াও রিক্সা চালক ও অটো রিক্সা চালকসহ কাজের সন্ধ্যানে বের হওয়া নিন্ম আয়ের মানুষজন পড়েছেন চরম সমস্যায়। কোন আয় না থাকায় তাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে বলে তারা জানান। নির্দেশনা অনুযায়ী দ্বিতীয় দিনেও বন্ধ রয়েছে সকল ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান। তবে বিভিন্ন মহল্লায় ক্ষুদ্র যানবাহন চলাচল করতে দেখা গেছে। এদিকে নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নাটোর পৌর এলাকা সহ সদরে ২৪ ঘন্টায় ১৮৪ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার ফলাফলে ৬২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। সংক্রমনের হার ৩৩ শতাংশ। তবে আক্রান্ত ৬২ জনের মধ্যে পৌর এলাকারই রয়েছে ৪৭ জন। আর সিংড়ায় আক্রান্তের সংখ্যা মাত্র ৫ জন।