নাটোরের দয়ারামপুর থেকে ১৯৯ পিস ইয়াবাসহ আরিফুল ইসলাম ও ওহিদুল ইসলাম নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫,সিপিসি-২। আজ রবিবার বিকেলে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর তালতলা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আরিফুল ইসলাম বাগাতিপাড়ার জয়ন্তিপুর গ্রামের ওহাব আলীর ছেলে ও ওহিদুল ইসলাম দয়ারামপুর তালতলা এলাকার সুরমান প্রামানিকের ছেলে।
র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি এস, এম, জামিল আহমেদ জানান গোপন সংবাদের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর তালতলা এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অপারেশন দল। অভিযানকালে সেখানে অবস্থান করা আরিফুল ইসলাম এবং ওহিদুল ইসলামকে চ্যালেন্জ করে দেহ তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছ থেকে ১৯৯ পিস ইয়াবা ট্যাবলেট,তিনটি মোবাইল ফোন,৫টি সিম কার্ড,২টি মেমোরি কার্ড এবং নগদ এক হাজার ৭শত টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলো বলে স্বীকার করেছে।