নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে নিঃস্ব হয়ে গেছে এক পান দোকানীর পরিবার। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মহুর্তে আগুন চারদিক ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে আগুনে পুড়ে শয়ন ঘরের যাবতীয় আসবারপত্র নগট টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্ত পরিবারের।
ক্ষতিগ্রস্ত পান দোকানীর নাম কাদের খান তিনি উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানা যায়, উপজেলার মাধনগর ইউনিয়নের বাঁশিলা মধ্য পাড়া গ্রামের পান দোকানী কাদের খান বাড়িতে তালা লাগিয়ে বাঁশিলা ক্লিকমোড়ে পান দোকানে আসেন। সকাল সাড়ে ৯ টার দিকে তার বাড়িতে আগুন লেগে মহুর্তে চারদিক ছড়িয়ে পড়ে। আর এতে পান দোকানীর একটি শয়ন ঘরের যাবতীয় আসবারপত্র,গরু বিক্রি করা নগট ৬০ হাজার টাকা পুড়ে যায়।স্থানীয়রা ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারেনি।