নাটোরের নলডাঙ্গায় এক কৃষকের বসতবাড়িতে অগ্নিকান্ডে ৩টি ঘর পুড়ে ছাই হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর ভাদরিপাড়ার কৃষক আক্কাছ আলীর বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই কৃষকের বাড়ির যাবতীয় আসবারপত্র, নগদ টাকাসহ আগুনে পুড়ে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আক্কাছ আলী। তিনি উপজেলা পশ্চিম মাধনগর ভাদরিপাড়ার মৃত অছিমদ্দিনের ছেলে। স্থানীয়রা ও নলডাঙ্গা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা জানান,বৃহস্পতিবার সকাল ১০ টার উপজেলার মাধনগরের ভাদরিপাড়া গ্রামের কৃষক আক্কাছ আলীর বাড়িতে আগুন লাগে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে বাড়ির আসবারপত্র,নগট টাকা,কৃষি পণ্য পুড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলও রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে কম্বল দিয়ে সহযোগিতা করা হয়েছে,পরবর্তীতে
ক্ষতিগ্রস্ত সহযোগিতা প্রদান করা হবে।