নিজস্ব প্রতিবেদক:
চাঁদাবাজির অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক বাবলা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর চাঁদাবাজির মামলা দায়ের করার পর রাতে নিজ বাড়ী থেকে বাবলা হাসানকে গ্রেফতার করা হয়। আজ বৃস্পতিবার তাকে নাটোর আমলী আদালতে প্রেরন করে পুলিশ। পরে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরন করেন। গ্রেফতাররকৃত বাবলা হাসান নলডাঙ্গা গ্রামের শাহাদত আলীর ছেলে ও নলডাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ জানায়,নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের পাট ব্যবসায়ী মহসিন আলীর কাছে ২৫ হাজার টাকা চাঁদা দাবী করে ভয়ভীতি দেখিয়ে আসছিল বাবলা হাসান। এর মধ্য পাট ব্যবসায়ী চাঁদার ৫ হাজার ২০০ টাকা পরিশোধ করেন কৃষক দলের নেতা বাবলা হাসানকে। এরপর বাঁকী টাকা দিতে অস্বীকার করেন ব্যাবসায়ী। এতে বাঁকী চাঁদার টাকা আদায়ে চাপ দেয় বাবলা হাসান। এ ঘটনায় বুধবার ব্যবসায়ী নিজে বাদী হয়ে বাবলা হাসান ও তার এক সহযোগিকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে কৃষক দলের নেতা বাবলা হাসানকে গ্রেফতার করা হয়। পরে বৃস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে তাকে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ পাওয়ার পর বাবলা হাসানকে গ্রেফতার করা হয়। এ মামলায় আরেকজন আসামী রয়েছে তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে। অন্য অভিযুক্তের নাম প্রকাশ করা হলে সে পালিয়ে যেতে পারে সেজন্য তার নাম প্রকাশ করা হচ্ছেনা।