নিজস্ব প্রতিবেদকঃ
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো বাংলাদেশ এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বারনই নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে ব্যানার ফেস্টুন নিয়ে একটি বণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়কে প্রদক্ষিন করে পুনরায় সেখানে ফিরে আসে। পরে উপজেলা পরিষদ হলরুমে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম,উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর সহ অন্যান্যরা। সভায় স্থানীয় মৎস্য চাষী ও মৎস্যজীবিরা তাদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরে আলোকপাত করেন। পরে বিভিন্ন কাটাগড়িতে ৬ জনের হাতে সম্মননা ক্রেষ্ট উপহার হিসেবে তুলে দেওয়া হয়।