নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা ট্রাকের ধাক্কায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির আলম নামে বিজিবিতে কর্মরত এক সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তঃত ৪ জন। আহতদের নাটোর সদর হাসপাতাল সহ অন্যান্য স্থানে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও এলাকাবাসী জানায়, বিকেলে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নাটোর শহরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক উপজেলার বাসুদেবপুর সাজি পাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিক্সাটি দুমড়ে-মুচরে যায় এবং সিএনজি যাত্রী ও চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের মধ্যে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিজিবি সদস্য মোক্তাদির আলমের মৃত্যু হয়। নিহত মোক্তাদির আলম নওগাঁয় কর্মরত ছিলেন।