নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বারনই নদীর রেলওয়ে সেতু পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে যাওয়া নিখোঁজ ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে ডুবুরী দল। আজ, রবিবার রাত সাড়ে ৮ টার দিকে রেলওয়ে সেতুর পিলারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়েন উদ্দিন প্রামানিক উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫ টার দিকে পায়ে হেটে বারনই নদীর রেলওয়ে সেতু পার হচ্ছিলেন ময়েন উদ্দিন। মাঝ পথে পৌছানোর পর পঞ্চগর থেকে ঢাকাগামী আন্তঃনগর ঈদ ষ্পেশাল ট্রেন চলে আসে সেতুর উপর। এ সময় সে সেতুর পাশে দাঁড়ানোর চেষ্টা করার আগেই ট্রেনের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায়। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশকে জানালে পুলিশ রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেয়। খবর পেয়ে সাড়ে ৭ টার দিকে ডুবুরী দল এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় সেতুর পিলারের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।