নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশনের দক্ষিনে ২৪৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
মাধনগর রেল স্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার আব্দুল হামিদ বলে,ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি নাটোরের নলডাঙ্গার মাধনগর পার হওয়ার পথে রেলওয়ে স্টেশনের দক্ষিনে ২৪৩ নম্বর ব্রিজের কাছে এক ব্যাক্তি ট্রেনে কাটা পড়ে মারা যায়। বিষয়টি সান্তাহার রেলওয়ে (জিআরপি) থানা পুলিশকে খবর পাঠানো হয়েছে। তারা এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্ত সহ আইনগত ব্যাবস্থা গ্রহন করবেন।