করোনা আতংককে পুঁজি করে নিত্যপণ্যের দাম বেশি রাখায় নাটোরে ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা বাজারে এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব-আল-রাব্বি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব-আল-রাব্বি জানান, করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে নলডাঙ্গা বাজারে অভিযান চালানো হয়। এসময় চাউলের দাম বেশি রাখায় শরিফ চাউলের দোকানে ৫ হাজার টাকা, মাস্কের দাম বেশি রাখায় রায়হান গামেন্টসকে ৫ হাজার টাকা এবং মমতাজ স্টোরের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।