নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় হাইস মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে ভ্যানের যাত্রী জিয়াউর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় ভ্যানের চালক জামিল হোসেন আহত হয়েছে। এ ঘটনায় হাইস মাইক্রোবাস সহ চালক নুর মোহম্মদকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকালে উপজেলার সোনাপাতিল গ্রামে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত জিয়াউর রহমান উপজেলার হলুদঘর পশ্চিমপাড়া মহল্লার মোঃ রহমতুল্লাহর ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান ও নিহতের স্বজনরা জানান, জিয়াউর রহমান ঢাকায় একটি গার্মেন্টসে চাকুরী করতেন। ঈদের ছুটিতে বাড়ীতে আসছিল সে। ভোররাতে ট্রেন থেকে নামেন নলডাঙ্গা উপজেলার মাধনগর রেলস্টেশনে। সেখান থেকে অটো ভ্যান যোগে বাড়ীতে ফিরছিল সে। পথে বাড়ীর অদুরে একটি হাইস মাইক্রোবাসের সাথে ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যান এবং আহত হন ভ্যানের চালক জামিল হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাইস মাইক্রোবাস সহ চালককে আটক করে।