নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গার সেনভাগ ব্রিজের পাশে ড্রামের মধ্যে থেকে মোজাহার হোসেন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার পিপরুল ইউনিয়নের সেনভাগ লক্ষীকোল ব্রিজের দক্ষিণ পাশে একটি ড্রামের ভিতর থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। পরে রাজশাহী থেকে সিআইডি পুলিশ এসে ড্রামের ভিতর থেকে মরদেহটি বের করে আলামত সংগ্রহ করে। নিহত মোজাহার হোসেন রাজশাহীর বাগমারা থানার কাতিলা গ্রামের মোসলেম আলীর ছেলে।
নাটোরের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শরিফুল ইসলাম , নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ও স্থানীয়রা জানান, সকালে ব্রিজের পাশে পড়ে থাকা একটি ড্রামে এক ব্যক্তির পা বের হয়ে থাকা অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এ সময় এলাকাবাসী পুলিশকে ঘটনাটি জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলেও মরদেহটি বের করে আলামত সংগ্রহ ও পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী থেকে সিআইডিকে ডাকা হয়। পরে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌছে ড্রাম থেকে মরদেহটি বের করে আলামত ও প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। পুলিশ জানায় , এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এ ঘটনার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনগতভাবে যা যা করণীয় তা’ করা হবে।