নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মী জামিউল আলীম জীবন হত্যা মামলার আসামী উপজেলা চেয়াম্যান আসাদ সহ সকল আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ রবিবার বিকেলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। পরে গ্রামবাসী এলাকায় বিক্ষোভ করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচিতে বক্তব্যা রাখেন, নিহত জীবনের মা,বাবা,চাচা ও স্ত্রী সহ স্থানীয়রা। এ সময় তারা বলেন, প্রকাশ্যে ছাত্রলীগ কর্মি জীবনকে পিটিয়ে হত্যা করে এবং তার বাবাকে কুপিয়ে জখম করে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ আরো কয়েকজন। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসাদ সহ অন্য আসামীদের গ্রেফতার করতে পারেনি। তারা আসাদ সহ সকল অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবী করেন। পুলিশ তাদের দ্রুত গ্রেফতার না করে তাহলর কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
উল্লেক্ষ্য, গত ১৮ সেপ্টেম্বর রামশার কাজিপুরে মসজিদের মাইকের যন্ত্রাংশ চুরি হয়। এ ঘটনায় পর দিন ১৯ সেপ্টেম্বর এলাকায় একটি শালীস বসায় উপজেলা চেয়ারম্যান আসাদ। সেখানে বিভিন্নভাবে ছাত্রলীগ কর্মী জামিরুল আলীম জীবনকে চুরির অভিযোগে অপরাধী বানানোর চেষ্টা করা হয় । শালীসে জীবন নির্দোষ প্রমানিত হয়। এরপর জীবন চেয়ারম্যান আসাদের বিরুদ্ধে ফেসবুকে ভিডিও বক্তব্য প্রচার করে। সন্ধ্যার দিকে জীবন আমতলী বাজারে গেলে চেয়ারম্যান আসাদ ও দুই ভাই সহ আরো কয়েকজন জীবনকে মারপিট শুরু করে। এ সময় জভনের বাবা জীবনকে মারপিট করার কারন জানতে চাইলে চেয়াম্যানের জীবনের বাবাকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এলে চেয়ারম্যানরা সবাই পালিয়ে যায়। এরপর জীবন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুকবার দুপুরে জীবন মারা যায়।