নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিনগত রাত ৩ টার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে ষ্টেশনের প্রায় এক কিলোমিটার উত্তরে এই দুর্ঘটনা ঘটে। আজ বৃস্পতিবার সকালে ওই নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য মর্গে প্রেরণ করে রেলওয়ে থানা পুলিশ।
সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ও মাধনগর ষ্টেশন মাষ্টার উজ্জল আলী জানায়, পঞ্চগর হতে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ছেড়ে আসারর পর বুধবার দিবাগত রাত ৩ টার দিকে ট্রেনটি নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর-বীরকুৎসার মাঝে ছোট ব্রীজ এলাকায় পৌছায়। এ সময় একতা এক্সপ্রেস ট্রেনের নিচে চাপা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারী ঘটনাস্থলেই মৃত্যু হয়। ওই নারীর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।বৃস্পতিবার সকালে ওই নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।