নাটোরের নলডাঙ্গায় নব নির্মিত ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার নলডাঙ্গায় এ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের উদ্বোধন করেন নাটোর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চত্বরে জেলা প্রশাসক শামীম আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মাহবুব হোসেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নলডাঙ্গা পৌরসভার মেয়র মনিরুজ্জামান মনির, নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহামারির শুরুতেই কোভিড-১৯ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু করা হয় এবং পর্যায়ক্রমে টিকা গ্রহনে উপযোগী দেশের সকল মানুষকে টিকাদান কার্যক্রমের আওতায় আনা হচ্ছে। সব রকমের সেবা এখন জনগনের দোর-গোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে।
এ সময় নব নির্মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ বাস্তবায়নকারী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মীর মোহম্মদ আব্দুল হান্নান জানান, তিন একর জমির ওপর ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মাণ কাজে ব্যয় হয়েছে ২৬ কোটি ৮৭ লক্ষ ৮৭ হাজার ২২২ টাকা। পাঁচ তলা ফাউন্ডেশনের ওপর চার তলা হাসপাতাল ভবন ছাড়াও থাকছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, আবাসিক মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের বাসভবন, মেডিকেল অফিসারবৃন্দ ও ষ্টাফ নার্সের বাসভবন, মেডিকেল অফিসার ও ষ্টাফ নার্সের ডরমেটরি, গ্যরেজ কাম ড্রাইভার কোয়ার্টার, অভ্যন্তরিণ বৈদ্যুতিক কাজসহ একটি সাব-ষ্টেশন, আসবাবপত্র সরবরাহ এবং ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান জানান, আগামীকাল বুধবার থেকে ৫০ শয্যা নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্হিবিভাগের চিকিৎসা সেবার কার্যক্রম শুরু করা হচ্ছে। কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও টিকাদান এবং অন্যান্য চিকিৎসা সেবার কার্যক্রম আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।