নিউজ ডেস্ক :
পঞ্চম ধাপে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন আজ বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্ধারিত সময় রয়েছে। তবে দুপর একটা পর্যন্ত কোন প্রার্থীই তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নি। জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রহিম জানান, আগামী ১৮ জুন পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের নলডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন ,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন তাদের মনোনয়ন পত্র জমা দেন। যাচাই বাছাই শেষে চেয়ারম্যান প্রার্থী তৌহিদুর রহমান লিটনের মনোনয়ন পত্র বাতিল করা হলে বর্তমানে ৪ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান ৫ পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।