নিউজ ডেস্ক :
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহজাহান আলী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। আজ বৃস্পতিবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে রিটানিং কর্মকর্তা আব্দুর রহিমের কাছে তিনি ব্যাক্তিগত কারন দেখিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। এখন চেয়ারম্যান পদে প্রার্থী আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আসাদুজ্জামান আসাদের সাথে স্বতন্ত্র দুই প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাখাওয়াৎ হোসেন ও ইঞ্জিনিয়ার আহমদ আলী শাহ মধ্যে প্রতিদ্বন্ধীতা হবে। এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে বিকাল ৫টা পযন্ত কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেননি।
সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুর রহিম বিকাল ৫টায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, আগামী ১৮ জুন এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।