নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এ সময় ভাংচুর করা হয়েছে একটি মোটরসাইকেল। আজ রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত আসাদ নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানায়, দুপুরে নলডাঙ্গায় উপজেলা পরিষদ থেকে মোটর সাইকেল যোগে উপজেলা গেট এলাকায় তার ভাড়া বাসায় যান চেয়ারম্যান আসাদ। পরে বাসা থেকে বের হয়ে পুনরায় উপজেলা পরিষদে যাওয়ার জন্য বের হলে বাসার সামনে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় আসাদের ওপর। এ সময় আসাদ পালিয়ে তার বাড়ীর ভিতরে যান। পরে সেখানে থাকা একটি মোটরসাকেল ভাংচুর করে চলে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। কে বা কাহারা এই হামলার সাথে জড়িত তাদের আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে এ ঘটনায় এখনো কোন অভিযোগ দায়ের করেনি চেয়ারম্যান আসাদ। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।