নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের নলডাঙ্গায় নবগঠিত বাজার ব্যবসায়ী কমিটির মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার বিকালে উপজেলার নলডাঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির নবনির্বাচিত সভপাতি আনিছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান। আরও বক্তব্য রাখেন,নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আকবর আলী,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক সাহেব আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কমিটির উপদেষ্টা মুশফিকুর রহমান মুকু, ব্যবসায়ীর কমিটির সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন, শেখ আলমগীর হোসেন, ব্যবসায়ী নজমুল করিম সুখচাঁন, সমিতির সহ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, কমিটির কোষাধক্ষ্য মুশিউর রহমান মিলন প্রমুখ।