অবশেষে নাটোরের নারদ নদের তীরে অবৈধ দখলকারী তাদের স্থাপনাগুলো সরিয়ে নিতে শুরু করেছে। যদিও সরকারী নির্দেশ অনুযায়ী আগামীকাল ২৩ ডিসেম্বর একযোগে সারাদেশে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা রয়েছে। স্থানীয়ভাবে জেলা প্রশাসন থেকে অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ সম্পর্কিত নোটিশ পেয়ে অবৈধ দখলকারীরা স্ব-উদ্যোগে নিজেদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। তবে চিহ্নিত এলাকা ঠিক রেখে স্থাপনাগুলো সরানো হচ্ছে কিনা তার তদারকী করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা ও সহকারী কমিশনার (ভুমি) আবু হাসান। এ ব্যাপারে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ সম্পর্কিত নোটিশ পেয়ে অবৈধ দখলকারীরা স্ব-উদ্যোগে নিজেদের স্থাপনাগুলো সরিয়ে নিচ্ছেন। এর পরেও যেগুলো থাকবে সেগুলো সরকারী নির্দেশনা অনুযায়ী আগামীকাল সোমবার ২৩ ডিসেম্বর প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ করা হবে।