নাটোরের পথ শিশুদের মাঝে ঈদের আনন্দ উপভোগ করতে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যলয়ে ১২০ জন পথ শিশুদের এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়াটার) আসাদুজ্জামান আসাদ, অতিরিক্ত পুলিশ সুপার বড়াইগ্রাম সার্কেল হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সিংড়া সার্কেল জামিল হোসেনসহ পুলিশ কর্মকর্তা। ঈদের আগে এমন উপহার সামগ্রী পেয়ে শিশুরাও অনেক খুশি হয়েছে।