নাটোরের গাংগইল গ্ৰামে পানির গর্তে পড়ে জুনাইদ কাজী নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে বাড়ির নিকটে গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে সে মারা যায়। জুনায়েদ একই গ্রামের প্রবাসী সালেক কাজীর ছেলে। জুনাইদ কাজী গাংগইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পারিবারের সদস্যরা জানায়, শনিবার দুপুরের দিকে ঝড় বৃষ্টি হয়। এ সময় বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে যায়। বৃষ্টির পর শিশু জুনাইদ বাড়ীর পাশের আম বাগানে আম কুড়াতে যায়। অনেকক্ষন সে বাড়ীতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজ করতে শুরু করে। কিন্তুু অনেক খোঁজাখুঁজি করার পর তার কোন সন্ধ্যান পায়না কেউ। এরই এক পর্যায়ে বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।