নাটোরের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের ওপর হামলা ও লাঞ্চিত করার মামলায় স্বেচ্ছসেবক লীগ নেতা অন্তরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত নাফিউ ইসলাম অন্তর নাটোর পৌর স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগিনা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের বড়গাছা এলাকা তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল মতিন জানান, গতকাল সোমবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে লাঞ্চিত ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মারধর করে অন্ত। এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বাদী হয়ে নাফিউ ইসলাম অন্তরের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ থানায় একটি মামলা দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অন্তরের বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বর্তমানে অন্তর সদর থানায় রয়েছে। আগামিকাল তাকে আদালতে প্রেরণ করা হবে।