নাটোর প্রতিনিধি: দিত্বীয় দফায় নির্বাচনে আগামি ১৬ জানুয়ারী নাটোরের গুরুদাসপুর,নলডাঙ্গা ও গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। জেলা নির্বাচন কর্মকর্তা মোহম্মদ আসলাম জানান, তিনটি পৌরসভায় মোট ১৬ জন মেয়র প্রার্থী ,সংরক্ষিত নারী আসনের ৩৬ জন ও সাধারন কাউন্সিলর প্রার্থী ১১৩ জন তাদের মনোনয়ন পত্র উত্তোলন করেন।
আজ মঙ্গলবার বিকেলে প্রত্যাহারের শেষ দিনে ৩ জন মেয়র ও ৩ জন সাধারন কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। বর্তমানে তিনটি পৌর সভায় মেয়র প্রার্থী ১৩ জন, সংরক্ষিত নারী আসনের ৩৬ জন ও সাধারন কাউন্সিলর প্রার্থী ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়াও গোপালপুর পৌর সভার একটি ওয়ার্ডের সাধারন আসনের ওয়ার্ড কাউন্সিলর পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে।
আগামিকাল ৩০ ডিসেম্বর প্রতিক বরাদ্ধের পর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে তাদের নির্বাচনী প্রচারনা চালাতে পারবেন।