নাটোরের প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মুনি পার্থক্য জনিত কারণে পরলোক গমন করেছেন। শুক্রবার সকাল নয়টার দিকে শহরের চকরামপুর এলাকার নিজ বাসভবনে তিনি মৃত্যু বরণ করেন। তিনি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হিসেবে নাটোরে কর্মরত ছিলেন। তিনি দীর্ঘ চার যুগ ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর শহরের মাদ্রাসা মোড় পৌর জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ শেষে গাড়িখানা কেন্দ্রীয় গোরস্থান তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,পৌর মেয়র উমা চৌধুরী জলি,নাটোর প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাপ্পী লাহিড়ী সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।