নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়ইগ্রামে সিমেন্ট বোঝায় ট্রাকে ডাকাতির চেষ্টা করা হয়েছে। রাত ১২ টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড়ের পাশে মানিকপুর এলাকায় এই ঘটনাটি ঘটে। তবে পুলিশের উপস্থিতি বুঝতে ডাকাত সমস্যরা বিলের মধ্যে পালিয়ে যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, নারায়ণগঞ্জ থেকে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক নওগাঁয় যাচ্ছিল। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর বিল এলাকায় ট্রাকটি পৌঁছালে মহাসড়কে ডাকাত দলের সদস্যদের বিছিয়ে রাখা তার কাঁটার ব্যাডিকেটের কবলে পড়ে ট্রাকটি। এ সময় ট্রাকের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রন হারালে চালক ট্রাকটি নিয়ন্ত্রনে আনে। পরে ট্রাক চালক ট্রাক থেকে নেমে চাকা দেখতে গেলে ডাকাত সদস্যরা চালকের গলায় ধারালো ছুরি ধরে তাকে জিম্মি করার চেষ্টা করে। এ সময় ট্রাক চালক অস্ত্রধারী এক ডাকাতকে লাথি মারলে সে ছিটকে পড়ে যায় এবং চারক পালিয়ে ট্রাকে উঠে পড়ে। পরে অন্য ডাকাত সদন্যরা এগিয়ে আসার চেষ্টা করতেই টহল পুলিশকে দেখে বিলের মধ্যে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। খবর পেয়ে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদের ধরতে বিলে পুলিশ অভিযান শুরু করেছে। তবে এখনো পর্যন্ত ডাকাত সদস্যদের আটক করতে পারেনি পুলিশ।