নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে মিথ্যা চুরির অপরাধে শামীম হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার আসামী আসলাম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। গতরাতে উপজেলার রয়না চকপাড়া গ্রামের নাজমুল স্মৃতি সংঘ ক্লাবের বারান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসলাম উদ্দিন উপজেলার পিত্তভাগ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাব।
র্যাব ৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় কুমার জানান, প্রায় এক মাস পুর্বে স্থানীয় ডেকোরেটর ব্যাবসায়ী মুক্তার হোসেনের মা ডেকোরেটর দোকানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গত ৫ মার্চ দুপুরে দোকানে চুরির অপরাধে সন্দেহজনকভাবে দোকানে আটকে রেখে শামীম হোসেন ও সোহান নামে দুই যুবককে লোহার পাইপ ও হাতুরি দিয়ে পিটিয়ে জখম করে আসলাম উদ্দিন ও তার সহযোগিরা। এ সময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শামীমের অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে শামীম হোসেন মারা যায়। এ ঘটনায় শামীম হোসেনের বাবা সুলতান সিকদার বাদী হয়ে আসলাম উদ্দিন,মুক্তার হোসেন সহ অজ্ঞাতদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ অভিযুক্ত আসলাম উদ্দিনকে গ্রেফতারে সহযোগিতা চান পুলিশ। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসলাম উদ্দিনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসলাম উদ্দিনকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।