নাটোরের বড়াইগ্রামে একটি তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার মোখড়া বাজারের সুজন মিয়ার দোকানে এই অগ্নিকান্ড ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডে কয়ক্ষতির পরিমান জানাতে পারেনি তারা।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক ও স্থানীয়রা জানান, মোখড়া বাজারের সুজন মিয়ার জ্বালানী তেল ও গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানের ভিতর গ্যাসের চুলা মেরামত করছিল তার কর্মচারী। মেরামত শেষে চুলা পরিক্ষা করার জন্য চুলায় আগুন দিলে সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। দোকানে জ্বালানী তেল থাকায় মুহুত্বের মধ্যে আগুন ধরে যায় সারা দোকানে। এ সময় দোকান থেকে প্রচন্ড গতিতে ধোয়া বের হতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে ভাবে ক্ষয় ক্ষতির পরিমান জানাতে পারেনি কেউ। অসাবধানতার কারনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে জানান পুলিশ।