নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে সোনিয়া খাতুন নামের এক নারীকে হাত-পা মুখ বেঁধে পানিতে ফেলে দেয়ার অভিযোগ প্রতিবেশীদের বিরুদ্ধে। আজ শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বড়াইগ্রামের শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী উপজেলার শ্রীরামপুর গ্রামের ফারুক হোসেনের স্ত্রী।
এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা জানান, পূর্ব শত্রুতা জের ধরে হঠাৎ করেই ওই গৃহবধূ সোনিয়ার বাড়িতে চড়াও হয় প্রতিবেশী মেহেনাজ, মমেনা বেগমসহ আরো কয়েকজন মহিলা। এরপর সোনিয়ার বাড়ীতে গিয়ে তার চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে তারা সোনিয়ার মুখে কাপড় গুঁজে দেয় এরপর হাত পা বেঁধে পাশের পুকুরে ফেলে দেয়। ঘটনাটি দেখতে পেয়ে সোনিয়ার মেয়ে চিৎকার দিলে স্থানীয়রা এসে সোনিয়াকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম বলেন, তিনি এমন একটি ঘটনার খবর পেয়েছেন। স্থাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।