“সবুজের জয়গানে, এসো মিলি প্রাণে প্রাণে”
এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিক্ষার্থীরা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে ১ লাখ বৃক্ষ রোপণ করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার সমাপনী দিনে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট যোসেফ স্কুল এন্ড কলেজ মাঠে বন,পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন্নাহার শিক্ষাথীদের মাঝে তিন হাজার চারা বিতরণ করেন। এ উপলক্ষে নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদ্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, বগুড়া সামাজিক বনাঞ্চলের বন সংরক্ষক ড. মোঃ জগলুল হোসেন, রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর সভার মেয়র কে এম জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এভাবে টিফিনের টাকা বাঁচিয়ে সেই অর্থ দিয়ে গাছ রোপন করে শিক্ষার্থীরা পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছে। প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখতে তারা শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তাহলে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাংলাদেশ রক্ষা পাবে।
জানা গেছে, জলবায়ু পরিবতর্নের বিরূপ প্রভাব মোকাবেলা করে বাসযোগ্য পৃথিবী গড়ার লক্ষ্যে ২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামের এক তরুণ “একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ” আন্দোলন শুরু করেন। গত চার বছর এই আন্দোলনে দেশের ৭৫০টি স্কুলের লাখো শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে নাটোরের বড়াইগ্রাম, পাবনার ঈশ্বরদী, রাজশাহীর চারঘাট ও বাঘা, সিলেটের বিয়ানীবাজার ও খুলনার দিঘলীয় উপজেলার শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়ে প্রায় আড়াই লাখ বৃক্ষ রোপণ করে।