নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় অটো ভ্যান যাত্রী ফারুক হোসেন নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুইজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহত ফারুক হোসেন উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামের মৃত সাত্তার খানের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যাবসায়ী ছিলেন। আআজ রবিবার রাত ৮ টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের কয়েন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বড়াইগ্রামের বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান ও স্থানীয়রা জানান,উপজেলার নগর ইউনিয়নের মেরিগাছা হাটে শীতের কাপড় বিক্রয় করে ভ্যানযোগে বাড়িতে ফিরছিলেন তারা। পথে কয়ের বাজারে এলাকায় পার্শ্ব রাস্তা থেকে মহাসড়কে উঠলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকসহ দুইযাত্রী সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকের চাকা ফারুকের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন মারা যায় এবং দুইজন আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে আহতদের উদ্ধার করে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
আহতরা হলেন, উপজেলার পূর্ণ কলস গ্রামের ফজলুর রহমানের ছেলে সবুজ হোসেন হৃদয় ও সমেদ আলী শেখের ছেলে ভ্যান চালক হেকমত আলী শেখ।