নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের চালক শাহিনুর রহমান ও চালকের হেলপার জসিম উদ্দিন নামে দুইজন নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোর-বনপাড়া মহাসড়কের কারবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালক শাহিনুর রহমান ঝিনাইদহের শৈলকুপা থানার বারইপাড়া গ্রামের মোহম্মদ এলাহীর ছেলে ও হেলপার জসিম উদ্দিন একই থানার অচিন্তপুরের বাসিন্দা।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এনএম মাসুদ জানান, রাজশাহী থেকে কুষ্টিয়াগামী বালু বোঝাই একটি ট্রাক বড়াইগ্রাম উপজেলার কারবালা এলাকায় পৌঁছালে পিছন থেকে দ্রুত গতির অপর একটি ট্রাক ওই ট্রাকে ধাক্কা দেয়। এতে পিছনের ট্রাকটি দুমড়ে মুছড়ে যায় এবং ঘটনাস্থলেই ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক দুইটি এবং মরদেহ দুইটি তাদের হেফাজতে নেয়।