নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ন্যাশনাল ট্রাভেলর্স ও আর পি নাইস নামের দুইটি নাইট কোচের মুখোঁমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তঃত ৫ জন। আহতদের মধ্যে নাটোর সদর উপজেলার পশ্চিম বড়গাছা মহল্লার ইলিয়াস আলীর ছেলে মোক্তার হোসেনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রাজশাহীর পুঠিয়া থানার শিবপুর গ্রামের নওশাদ আলীর ছেলে মোহাম্মদ ওসমান আলীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত ১১ টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মাঝগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও বনপাড়া হাইওয়ে পুলিশ সহ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আযম জানান,ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস এর যাত্রীবাহী নাইট কোচ নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে ঢাকা গামী যাত্রীবাহি আর পি নাইস নামের একটি নাইট কোচের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজন নিহত হয়। এ সময় একজন চালক সহ মোট ৫জন আহত হয়। আহতদের মধ্যে একজনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং বাঁকীদের প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে হাইওয়ে পুলিশের সহযোগিতায় মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ী দুইটি সড়িয়ে নেওয়া হয়েছে এবং মরদেহটি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহত চ্যক্তির পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।