নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের প্যান্ডেল ভাংচুর করেছে নর্থ বেঙ্গল সুগার মিলস্ এর সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম। এর প্রতিবাদে বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন প্রতিবন্ধী ও তাদের পরিবারের সদস্যরা৷ আজ সোমবার বেলা ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত এই বিক্ষোভ করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধমুক্ত হয় সড়কটি।
বিক্ষুদ্ধ প্রতিবন্ধীরা জানান, ঈদ-উল-আযহা উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরনের জন্য বড়াইগ্রামের নর্থ বেঙ্গল সুগার মিলের ইক্ষু ফার্মের কাঁচা রাস্তায় প্যান্ডেল, ব্যানার ও চেয়ার সাজানো হয়। বেলা ১০ টার দিকে প্রতিবন্ধীরা সেখানে সমবেত হলে ফার্মের ম্যানেজার মাহবুব হোসেন শ্রমিকদের নিয়ে সেগুলো ভাংচুর করে খুলে নিয়ে যান। এতে করে ক্ষুদ্ধ হয়ে ওঠে প্রতিবন্ধীরা। এ ঘটনার প্রতিবাদে পাশের বনপাড়া-লালপুর আঞ্চলিক সড়কটি অবরোধ করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সাড়ে ১১টার দিকে বিক্ষোভ বন্ধ করে তারা। এর পর সেখানেই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের পরিচালক শরিফুল ইসলাম মানিক জানান, প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী বিতরণের জন্য আবেদন সহ পূর্ব অনুমতি নিয়ে প্যান্ডেল করা হয়। কিন্তু ভোরে সহকারী খামার ব্যবস্থাপকের উপস্থিতিতে খামারের কর্মীরা তা ভেঙ্গে দেয়।
স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল সালাম জানান,তিনি সকালে এসে দেখেন প্রতিবন্ধীদের জন্য আনা সেমাই-চিনি সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের ছবি সম্বলিত ব্যানার ছিঁড়ে ফেলেছে। এ ধরণের ধৃষ্টতা তার মতো সরকারি কর্মকর্তার দেখানো উচিত হয়নি। এ ঘটনার বিচার ও শাস্তি দাবি করেন তিনি।
সহকারী খামার ব্যবস্থাপক মাহবুবুল ইসলাম জানান, তিনি তার কর্তৃপক্ষের নির্দেশ সরকারী নির্দেশ হিসেবে পালন করেছেন মাত্র।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকূতা আবু সিদ্দিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে সেখানেই তাদের ঈদ সামগ্রী বিতরণের ব্যাবস্থাও করা হয়েছে। সবাই শান্তিপূর্নভাবে তাদের ঈদ সামগ্রী নিয়ে চলে গেছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।