নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশে দিয়েছে আদালত। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম। দন্ডপ্রাপ্তরা হল, বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মৎসজীবি পাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে আকাশ ইসলাম (১৭), সেকেন্দার আলীর ছেলে তুজাম দেওয়ান (১৬) ও শাহিদ আলীর ছেলে রানা আহমেদ (১৬)।
নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান মামলার এজাহার সুত্রে জানায়, ২০২০ সালের ২০ মার্চ দুপুরে বড়াইগ্রাম উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের একটি খালের পাড় দিয়ে পায়ে হেটে বাড়ীতে ফিরছিল প্রতিবন্ধী ওই যুবতী। এ সময় খালের পাশের একটি গাছের নিচে বসে তাস খেলছিল স্থানীয় বখাটে আকাশ ইসলাম,তুজাম দেওয়ান ও রানা আহমেদ। প্রতিবন্ধী যুবতীকে একা যেতে দেখে তাকে তুলে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে তারা। এ সময় ওই যুবতীর চিতকার শুনতে পেয়ে পাশের জমিতে কাজ করা শ্রমিকরা এগেিয় এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই যুবতীকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায়। ঘটনাটি প্রতিবন্ধী যুবতীর ভাই সুমন আলী বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ তিনজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন। পরে পুলিশ তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ ৪ বছর মামলার স্বাক্ষ্য প্রমান গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্তদের ১০ বছর করে আটকাদেশ দেন। এ সময় অভিযুক্তরা আদালতে উপস্থিত ছিলেন।