নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে গিয়ে চালক সম্রাট হোসেন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে চালকের বন্ধু মেহেদী হাসান। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে বড়াইগ্রামের বনপাড়া- হার্টিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত প্রাইভেটকার চালক সম্রাট হোসেন পাবনার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার কদমতলী এলাকার মফিজুর রহমানের ছেলে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ও স্থানীয়রা জানান, পাবনা থেকে দুই বন্ধু সম্রাট ও মেহেদী প্রাইভেটকার যোগে ঢাকায় যাচ্ছিল। পথে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় প্রাইভেটকারের চালক সম্রাট হোসেন ও তার বন্ধু মেহেদী হাসান। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বনপাড়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সম্রাট হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত মেহেদী হাসানকে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে প্রাইভেটকার ও মরদেহটি বনপাড়া হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।