নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামের পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৪ জন। আজ শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হল,রাজশাহীর পুঠিয়া থানার পরিতোষ কুমার দত্তের ছেলে উৎসব কুমার দত্ত ও নীলফামারি জেলার শফিকুল ইসলাম।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে
রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও নাটোর থেকে ঢাকাগামী মাছ বোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয় এবং বাস ও পিকআপের ৪ জন আহত হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস ও পিকআপ জব্দ করে বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেয় এবং আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুর্ঘটনার পর বাস ও পিকআপ গাড়ীর চালক সহ তাদের সহযোগিরা পালিয়ে যায়। বর্তমানে মরদেহ দুইটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।