নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রাতের কোনো এক সময় উপজেলার বনপাড়া পৌর এলাকার পশ্চিম মালিপাড়া মহল্লায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন উপজেলার মাঝগ্রাম মহল্লার আবু তাহেরের ছেলে। মরদেহের পাশ থেকে বৈদ্যুতিক লাইন কাটার কাজে ব্যাবহৃত একটি প্লাস উদ্ধার করা হয়েছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ও এলাকাবাসী জানান, পশ্চিম মালিপাড়া গ্রামের বাবুল মিয়াজীর জমিতে বৈদ্যুতিক খুঁটির পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ও ঘটনাস্থলের আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করার উদ্দেশ্যে বিদ্যুতের খুঁটিতে উঠেছিল আরিফ হোসেন। এ সময় অসাবধানতায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সে খুঁটি থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে পুলিশ অধিকতর তদন্ত করে মৃত্যুর সঠিক কারণ শনাক্ত করার চেষ্টা করছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।