নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে গভীর নলকুঁপের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে অজ্ঞাত এক চোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীরামপুর উত্তরপাড়া মহল্লায় চোরের মরদেহটি বিদ্যুতের খুটির তারের সাথে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা। পরে ঘটনাটি পুলিশ ও পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হয়। তবে বেলা সাড়ে ১০টা পর্যন্ত মরদেহটি ঝুঁলে থাকতে দেখা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম খান ও এলাকাবাসী জানান ,বড়াইগ্রাম ইউনিয়নের শ্রীরামপুর উত্তরপাড়া মহল্লার গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করতে খুটিতে উঠে চোর। এ সময় অসাবধানতাবসত সে বিদ্যুতায়িত হয়ে তারের সাথে আটকে মারা যায়। সকালে এলাকাবাসী ঘটনাটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহটি মাটি থেকে অনেক উপরে ঝুলন্ত অবস্থায় থাকায় তারা ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি উদ্ধারের চেষ্টা করছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।