নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রামে ভলিবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তঃত ৫জন আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার কয়েন বাজার এলাকায় ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। বড়াইগ্রাম সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শরিফ আল রাজিব বলেন, ভলিবল খেলাকে কেন্দ্র করে উপজেলার কয়েন বাজার এলাকার লোকজন ও ধানাইদহ বাজার এলাকার লোকজনের বাকবিতন্ডা বাধে। বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের উত্তেজিত হয়ে লাঠি ও ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এতে উভয় পক্ষের অন্তঃত ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। বিষয়টি দুই এলাকার জনপ্রতিনিধিরা বসে মিমাংশা করে দেবেন।