ন
নাটোরের বড়াইগ্রামে মহাসড়কে ডাকাতির চেষ্টাকালে একটি বিদেশী পিস্তল ও গুলি ভর্তি ম্যাগজিন সহ বুলবুল হাসান নামে এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বুলবুল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার পায়কুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। পরে বুলবুলের কাছ থেকে পাওয়া তথ্যে আর অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে পুলিশ। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, এ এস আই এনামুল হক সহ পুলিশের একটি দল বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কে
নিয়মিত ডিউটি করছিল। এ সময় দেখতে পায় মানিকপুর কলা বাগান এলাকায় মহাসড়কে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। পরে পুলিশ সদস্যরা এগিয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ধাওয়া করে বুলবুল হাসানকে আটক করে। পরে তার শরীর তল্লাশী করে একটি বিদেশী পিস্তল ও গুলি ভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নাটোর ও সিরাজগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের কাছে আরো অস্ত্র রয়েছে। তাদের গ্রেফতার করতে পারলে এই মহাসড়কে ডাকাতির সকল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।আটককৃত বুলবুল হাসানের বিরুদ্ধে আরো মামলা রয়েছে। এখন এর বেশী কিছু জানানো সম্ভব নয় বলে জানায় পুলিশ।