আদালতের নির্দেশে নাটোরের বড়াইগ্রামে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে আওয়ামীলীগ নেতা শেখ ইয়াকুব আলী হিরার মরদেহ উত্তোলন করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা খান ও বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবিবের উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করা হয়। বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আহসান হাবিব জানান, গত ১৭ জুন বড়াইগ্রাম উপজেলার ২ নং বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামীলেিগর ভারপ্রাপ্ত সভাপতি শেখ ইয়াকুব আলী হিরা মারা যায়। পরে পারিবারিক ভাবে হিরার মরদেহটি স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। ঘটনার পর ইয়াকুব আলী হিরার মেয়ে ইষিতা খাতুন তার বাবাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে গত ২৯ আগষ্ট নাটোরের বড়াইগ্রাম আমলী আদালতে একটি মামলা দায়ের করে। মামলায় ইষিতা খাতুন তার সৎ মা মৌটুসি আক্তার মুক্তা সহ ৪জনকে অভিযুক্ত করা হয়। মামলায় অন্য অভিযুক্তরা হলেন, রেজাউল করিম , আঞ্জুমান এবং মোঃ রকি। মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক খোরশেদ আলম কবর থেকে মরদেহটি উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুর্তজা খানের নেতৃত্বে কবর থেকে মরদেহটি উত্তোলন করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।